Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার


২৩ আগস্ট ২০১৯ ১৫:০৪

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আল মামুন বেপারী (৩০) কে শুক্রবার দুপুরে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আল মামুন উপজেলার উত্তর বড়মাছুয়া গ্রামের খলিলুর রহমান বেপারীর ছেলে।

মঠবাড়িয়া থানার এএসআই নাছির উদ্দিন মোল্লা জানায়, ২০০৯ সালের জি আর ৩৬৭/৯ মামলায় মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালতের বিচারিক হাকিম বেল্লাল হোসেন আসামী আল মামুনকে এক বছরের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ডাদেশ দেন।

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে পলাতককে শুক্রবার দুপুরে উত্তর বড় মাছুয়া হাওলাদার বাড়ির সামনের সড়ক থেকে গ্রেফতার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী আল মামুন দীর্ঘদিন পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। তাকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।

সারাবাংলা/প্রতিবেদক /টিএস

আসামী পলাতক পিরোজপুর সাজাপ্রাপ্ত

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর