Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিটফোর্ডে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৭১


২৩ আগস্ট ২০১৯ ১২:২৯ | আপডেট: ২৩ আগস্ট ২০১৯ ১২:৩০

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে সর্বশেষ নতুন করে ৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু সেলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। এ নিয়ে মিটফোর্ডে গত ৩ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ নারীর মৃত্যু হলো।

শুক্রবার (২৩ আগস্ট) মিটফোর্ড ডেঙ্গু নিয়ন্ত্রণ সেল সারাবাংলাকে এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

হাসপাতাল সুত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭১ জন ভর্তি হয়েছে। গত বুধবারের চেয়ে বৃহস্পতিবার কিছুটা ভর্তি কম রয়েছে। এনিয়ে মিটফোর্ড হাসপাতালে ৪শ জন রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। গত জুলাই মাস থেকে শুক্রবার পর্যন্ত ২ হাজার ৮শ ৮৪ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিটফোর্ড হাসপাতালের নার্সের সুপারভাইজার সুবর্না বড়ুই সারাবাংলাকে জানান, বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা ৪শ জন। গত ২ দিন ডেঙ্গু রোগী ভর্তি সংখ্যা দ্বিগুণ ছিলো। তবে আজ (২৩ আগস্ট) ভর্তির সংখ্যা কম।

মিটফোর্ড হাসাপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসা দিতে হিমসিম খাওয়া ডাক্তার ও নার্সরা অভিযোগ করে জানান, রোগীর তুলনায় ডাক্তার, নার্সের সংখ্যা অনেক কম।

টপ নিউজ ডেঙ্গু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর