Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ১৪ মাদক মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার


২৩ আগস্ট ২০১৯ ১০:১৭ | আপডেট: ২৩ আগস্ট ২০১৯ ১০:৫৫

প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরায় মুনসুর রহমান (৪৫) নামে এক মাদক বিক্রেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, মাদক বিক্রেতাদের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে গোলাগুলিতে মৃত্যু হয়েছে মুনসুরের। তার নামে মাদকের ১৪টি মামলা রয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে সাতক্ষীরা শহরতলীর বাকাল ইসলামপুর এলাকা থেকে মুনসরের লাশ উদ্ধার করা হয়। তিনি শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ভোরে গোলাগুলির শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে মুনসুর রহমানের লাশ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার হয়েছে।

ওসি জানান, মুনসুর ওই এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। বিভিন্ন সময় তার নামে মাদকের ১৪টি মামলা দায়ের করা হয়েছে।

টপ নিউজ বন্দুকযুদ্ধ মাদক বিক্রেতা মাদক বিক্রেতার মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর