Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্ঘটনায় চবি’র বাস, ৫ শিক্ষক আহত


২৩ আগস্ট ২০১৯ ০৩:৩৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত পাঁচ শিক্ষক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২আগস্ট) দুপুর দেড়টার দিকে হাটহাজারীর বড় দিঘীর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন- বাংলা বিভাগের সভাপতি মহিবুল আজিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. হারনুর রশীদ, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শওকতুল মেহের, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মৌরী ঢালী ও পরিসংখ্যান বিভাগের চন্দন কুমার পোদ্দার।

বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর রেজাউল করিম সারাবাংলাকে বলেন, বড় দিঘীর পাড় এলাকায় চবির শিক্ষক বাসটির চালক একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে যান। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় চবির ৫ শিক্ষক আহত হয়েছেন। আহত শিক্ষকেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান প্রক্টর।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি চবির শিক্ষক বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর