Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১ আগস্টের গ্রেনেড হামলা ১৫ আগস্টের ধারাবাহিকতা: কাদের


২২ আগস্ট ২০১৯ ২২:২৭ | আপডেট: ২২ আগস্ট ২০১৯ ২২:৩২

ঢাকা: ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় করা গ্রেনেড হামলাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার ধারাবাহিকতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ২১ আগস্টের গ্রেনেড হামলার স্মরণে এক আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ। এই অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘ইতিহাসের এ সত্যকে কীভাবে অস্বীকার করবেন? আজকের এ প্রসঙ্গকে আমি বিচ্ছিন্নভাবে দেখি না। এ প্রসঙ্গকে আমি দেখি ১৫ আগস্টের বিশ্বাসঘাতকতার ধারাবাহিকতা হিসেবে। ১৫ আগস্ট-২১  আগস্ট একই সূত্রে গাঁথা।’

১৫ আগস্টের ঘটনায় জিয়াউর রহমান এবং ২১ আগস্টের ঘটনার জন্য বিএনপিকে অভিযুক্ত করে কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল বারবার। এবং ২১ আগস্ট প্রাইম টার্গেট ছিলেন শেখ হাসিনা।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য কাদের বলেন, ‘২১ আগস্টের ঘটনায় সরাসরি জড়িত আপনারা, পরিকল্পনাকারী আপনারা, মাস্টার মাইন্ড আপনারা। হত্যা হত্যাকে ডেকে আনে। বঙ্গবন্ধু হত্যার খুনীদের যদি বিচার হতো তাহলে আরেকটা খুনি চক্র ‘৮১ সালে জিয়াউর রহমানকে হত্যা করার দুঃসাহস পেতো বলে আমার বিশ্বাস হয় না।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, ‘যেই বুলেট শেখ হাসিনা, শেখ রেহানাকে এতিম করেছে, একই বুলেট বেগম জিয়া আপনাকেও বিধবা করেছে। খুনকে খুন ডেকে আনে, হত্যা হত্যাকে ডেকে আনে। পরিণতি কী হয়েছে? আমরা জিয়াউর রহমানকে খুন করিনি। তার আপন মানুষরাই তাকে খুন করেছে। বঙ্গবন্ধুকে যেই পথে বিদায় দিয়েছিল বিশ্বাসঘাতকতা করে, সেই পথেই জিয়াউর রহমানকে বিদায় নিতে হয়েছে।’

বিজ্ঞাপন

জিয়াউর রহমানকে পলাশীর বিশ্বাসঘাতক উল্লেখ করে তিনি বলেন, ‘আগস্ট মাস এলে আমাদের বেদনার অশ্রু ঝরে পড়ে। আগস্ট মাস এলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। সে এক বিশ্বাসঘাতকতা! লোটাস বিশ্বাসঘাতকতা করেছে জুলিয়াস সিজারের সঙ্গে, মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছে, জগৎ শেঠ, ইয়ার লতিফ বিশ্বাসঘাতকতা করেছে নবাব সিরাজ উদ দৌলার সঙ্গে। দুনিয়ার ইতিহাস, বীরত্ব গাঁথার পাশাপাশি বিশ্বাসঘাতকতার আরেক নজির, পলাশীর সেই ইয়ার লতিফের মতো সেনাপতি জিয়াউর রহমান বিশ্বাসঘাতকতা করেছে খন্দকার মোশতাকের সহযোগীর মতো।’

তিনি আরও বলেন, ‘কত বড় বিশ্বাসঘাতক! বঙ্গবন্ধুর সেই খুনিদের যেন বিচার না হয় সে জন্য সংবিধানে কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ পঞ্চম সংশোধনীতে অন্তর্ভুক্ত করেছে। অধ্যাদেশ জারি করেছে, তারপর পঞ্চম সংশোধনী করেছে খুনিদের যেন বিচার না হয়।’

ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম ও বি এম মোজাম্মেল হক।

এ ছাড়া অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ ছাত্রলীগের কেন্দ্রীয় ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

২১ আগস্ট ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর