বিচারপতি-মন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: অ্যাটর্নি জেনারেল
২২ আগস্ট ২০১৯ ২১:২০ | আপডেট: ২২ আগস্ট ২০১৯ ২১:২৮
ঢাকা: অনিয়মের অভিযোগে বিচারিক কাজ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া হাইকোর্টের তিন বিচারপতির প্রসঙ্গে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আইনের ঊর্ধ্বে কেউ থাকতে পারেন না। কোন মন্ত্রী থাকতে পারেন না, কোন বিচারপতিও থাকতে পারে না। আমরা সাধারণ মানুষও থাকতে পারি না। কাজেই এটা অবশ্যই একটি ইঙ্গিত যাবে অন্যদের কাছে যারা নিজেদের সঠিক পথে পরিচালনা করছেন না।
বৃহস্পতিবার (২২ আগস্ট) অ্যাটর্নি জেনারেল তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন। তিনি বলেন, প্রধান বিচারপতি হাইকোর্টের তিন বিচারপতির বিষয়ে সিদ্ধান্তের কথা আমাকে জানিয়েছেন। রাষ্ট্রপতির সঙ্গে আলাপ-আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই পদক্ষেপ সমস্ত বিচার বিভাগের জন্য নতুন বার্তা এনে দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রধান বিচারপতি যা করছেন তা আপিল বিভাগের অন্যান্য বিচারপতিরদের সঙ্গে আলাপ আলোচনা করেই করছেন।’
বিচারপতি অপসারণের আইন সম্পর্কে জানতে চাইলে মাহবুবে আলম বলেন, ‘এই সমস্ত টেকনিক্যাল কথা বলে রাষ্ট্রের বিরাট অঙ্গ, বিচার বিভাগকে ছেড়ে দেওয়া যায় না। বিচার বিভাগের জাজদের অ্যাপয়েন্টিং অথরিটি রাষ্ট্রপতি। তিনি যদি মনে করেন যে একজন বিচারপতির যেভাবে চলা উচিত, সেভাবে তিনি চলছেন না, তার সম্পর্কে নানা রকম কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে এবং জনসাধারণও সে সম্পর্কে বলছে তখন কি রাষ্ট্রপতি বসে থাকতে পারে। এর প্রয়োজনীয় পদক্ষেপ তাকে নিতেই হবে।’
তিনি বলেন, ‘আমাদের আইনজীবী যারা আছেন তারা সবাই চান আমাদের আদালতটা সমস্ত বিতর্কের ঊর্ধ্বে থাকুক। কারও সম্বন্ধে যেন কোন কথা না ওঠে। অনেক আগে থেকেই বলা হচ্ছিল যে সুপ্রিমকোর্টের ভাবমূর্তি ঠিক রাখার জন্য যাতে বিচার বিভাগকে কলুষমুক্ত রাখার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়ার কথা কিন্তু বারের অধিকাংশ সদস্য দাবি জানিয়ে আসছিলেন। এখন এ ব্যাপারে কিভাবে কি তদন্ত হবে বা অনুসন্ধান কিভাবে হবে তা ওনারাই ঠিক করবেন।’
তিন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ কি জানতে চাইলে তিনি বলেন, ‘অভিযোগ সেটি অনুসন্ধানের পরেই জানা যাবে। কী অভিযোগ তা জনসম্মুখে প্রকাশ করাটা আমি মনে করি বিচার বিভাগের জন্য শুভ হবে না। আর এটা সম্পূর্ণভাবে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির ব্যাপার এবং সেভাবেই দেখতে হবে।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই তিন বিচারপতির বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হলো তার সঙ্গে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের মিল নেই।
পরবর্তী পদক্ষেপ কী হবে? জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সেটি কী ধরনের অভিযোগ, এ সম্বন্ধে অনুসন্ধান করে কী পদক্ষেপ নেওয়া দরকার তা রাষ্ট্রপতি আশা করি সিদ্ধান্ত নেবেন।’
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলবৎ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা একটা রিভিউ পিটিশন ফাইল করে রেখেছি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যদি থাকত প্রধান বিচারপতি তার কনিষ্ঠ তিন বিচারতিকে নিয়ে একটা অনুসন্ধান করার জন্য পদক্ষেপ তারা নিতেন। রাষ্ট্রপতির কাছে তাদের তদন্ত রিপোর্ট পাঠাতেন।’