সারিয়াকান্দিতে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মৃত্যু
২২ আগস্ট ২০১৯ ১৮:০২ | আপডেট: ২২ আগস্ট ২০১৯ ১৮:৪৪
বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন স্কুলছাত্রীসহ ২ জন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বজ্রপাতের এসব পৃথক ঘটনা ঘটে। এদিন বেলা ২টার দিকে বৃষ্টিপাতের সময় বজ্রপাতে উপজেলার ডাকাতমারা চরে আমিনুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী ফাহিমা খাতুন (৪০) মারা যান। এছাড়া বজ্রপাতে চরবাটিয়ায় সুমন (৩২) নামের এক কৃষকেরও মৃত্যু হয়েছে।
অন্যদিকে উপজেলার দেবডাঙ্গায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ১০ম শ্রেণির ছাত্রী তানিয়া (১৫) ও কালিতলা গ্রোয়েন বাঁধ এলাকায় সুমন (১৮) নামের এক দোকানি বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন। পৃথক ঘটনায় বজ্রপাতে মারা গেছে ৫ গরু।
সারিয়াকান্দি থানার ওসি আল আমিন বজ্রপাতে হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পৃথক বজ্রপাতের ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া স্কুলছাত্রীসহ ২ জন আহত হয়েছেন। মারা গেছে ৫টি গরু।