Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলন করে খালেদা জিয়াকে বের করা যাবে না: কৃষিমন্ত্রী


২২ আগস্ট ২০১৯ ১৬:১৭ | আপডেট: ২৩ আগস্ট ২০১৯ ০৯:১৭

ঢাকা: আন্দোলন করেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে বের করা যাবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

মন্ত্রী বলেন, ‘যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই ২১ আগস্ট গ্রেনেড হামলার নেপথ্যে ছিল। দিবালেকে ১৩টি গ্রেনেড মেরে শেখ হাসিনা ও তার দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ২১ আগস্টের পরিকল্পনা হয়েছে হাওয়া ভবন থেকে তারেক জিয়া ও খালেদা জিয়ার পরিচালনায়। এ রকম নৃশংস হত্যাকারীর মদদদাতা খালেদা জিয়াকে আন্দোলন করে জেল থেকে বের করা যাবে না।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে মন্ত্রী এ সব কথা বলেন। সংগঠনের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমন্বয় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাভলী।

কৃষিমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের দালালরা কোনোদিন বাংলাদেশকে মেনে নিতে পারেনি। আর ২১ আগস্টে ব্যবহৃত গ্রেনেডগুলো ছিল পাকিস্তানের তৈরি। এতেই বোঝা যায়, এটি মা ও ছেলের রচনা। ৭৫ এর পরে মুক্তিযুদ্ধের চেতনার ও আদর্শকে ধ্বংস করতে, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে নষ্ট করতে ২১ আগস্টে হামলা চালানো হয়।’

আব্দুর রাজ্জাক বলেন, ‘নানা প্রতিকূলতা, জীবন-মৃত্যুর মাঝখানে থেকেও শেখ হাসিনা আজ দেশকে বিশ্বের কাছে এক উদাহরণ হিসেবে গড়ে তুলেছেন। বিদেশিরা আসেন বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে।’

কৃষক লীগ সম্পর্কে কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষক লীগককে আরও শক্তিশালী ও সুসংগঠিত হতে হবে। কৃষকের পাশে থেকে কাজ করতে হবে। কৃষকের দল আওয়ামী লীগ তাই মন্ত্রণালয়ের সঙ্গে কৃষক লীগকেও সম্পৃক্ত করা হবে।’

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাক বা না থাক, দেশবিরোধী, মানবতাবিরোধী নিকৃষ্ট তারেক জিয়াদের ক্ষমতায় যেতে দেওয়া হবে না। তার জন্য প্রত্যন্ত গ্রামেও পৌঁছে দিতে হবে প্রধানমন্ত্রীর উন্নয়নের মূল মন্ত্র। ‘আমার গ্রাম আমার শহর’ তখনই বাস্তবায়ন হবে যখন কৃষক লীগ শক্তিশালী ভূমিকা রাখবে।’

২১ আগস্ট কৃষিমন্ত্রী গ্রেনেড হামলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর