Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে ফাঁকা বাসায় চুরি টাকা-স্বর্ণালংকার, গ্রেফতার ১


২২ আগস্ট ২০১৯ ১৫:১৩ | আপডেট: ২৩ আগস্ট ২০১৯ ০৯:১৭

গ্রেফতার নুর

চট্টগ্রাম ব্যুরো: ঈদের বন্ধে ফাঁকা নগরীতে একটি বাসার তালা ভেঙে চুরি করা প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও ৮৫ হাজার টাকাসহ একজনকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির বাসা থেকে আরও চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকার মতিঝর্ণা টাংকির পাহাড় থেকে চুরির ঘটনায় নুর হোসেনকে (৪০) গ্রেফতার করা হয়। তার বাসাও মতিঝর্ণা টাংকির পাহাড়ে।

বিজ্ঞাপন

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী সারাবাংলাকে জানান, কোরবানির ঈদ উপলক্ষে গত ১১ আগস্ট লালখান বাজারের ওসমানিয়া ভবনের বাসিন্দা ফয়েজ আহমদ বাসা তালাবদ্ধ করে গ্রামের বাড়িতে যান। ১৮ আগস্ট বাসায় ফিরে তিনি দেখতে পান, বাসার তালা ভাঙা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় আছে। আলমিরা থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২ লাখ ২৮ হাজার টাকা চুরি হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযানে নামে।

ওসি আরও বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা নুর হোসেনকে গ্রেফতার করেছি। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে- তারা তিনজন মিলে ওই বাসায় ঢুকে চুরি করেছিল। নুর হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা তার বাসায় অভিযান চালাই। সেখান থেকে ফয়েজ আহমদের বাসা থেকে চুরি করা ৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৮৫ হাজার টাকা উদ্ধার করেছি। এছাড়া অন্যান্য বাসা থেকে চুরি করা আরও কিছু স্বর্ণালংকার ও ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়েছে।

নুর হোসেনের দুই সহযোগীকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি প্রনব চৌধুরী।

ঈদের ছুটি চট্টগ্রাম ফাঁকা নগরী বাসায় চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর