ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ভর্তি ১৬২৬, এ বছর মৃত্যু ‘৪৭’
২১ আগস্ট ২০১৯ ২১:৪৯ | আপডেট: ২২ আগস্ট ২০১৯ ০২:৪৯
ঢাকা: মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (২১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৪৭ জন। স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ৮০টি মৃত্যু পর্যালোচনা করে এই তথ্য জানিয়েছে।
ডেঙ্গু রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনিক প্রতিবেদনে বুধবার (২১ আগস্ট) এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৫৭ হাজার ৯৯৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৫১ হাজার ৬৭০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ২৭৮ জন রোগী। মঙ্গলবার (২০ আগস্ট) এই সংখ্যা ছিল ৬ হাজার ৪৭০ জন।
প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘন্টায় ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হলেও ঢাকার বাইরে ৯১৫ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩ হাজার ৩৬০ জন এবং ঢাকা শহরের বাইরে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৯১৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সারাবাংলা/এসবি