Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালত কক্ষে বঙ্গবন্ধুর ছবি টানানোর নির্দেশনা চেয়ে রিট


২১ আগস্ট ২০১৯ ২০:২৪ | আপডেট: ২১ আগস্ট ২০১৯ ২০:২৫

ঢাকা: দেশের সকল আদালত কক্ষে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সুপ্রিমকোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিটে সকল আদালত কক্ষ বা এজলাসে বঙ্গবন্ধুর ছবি সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটে আইন সচিব, গণপূর্ত সচিব, অর্থ সচিব, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে বিবাদী করা হয়েছে।

পরে রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস বলেন, ‘সংবিধানের ৪ক তে প্রতিটি সরকারি, আধা-সরকারি শায়ত্ব শাসন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি টানানোর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আদালতের কাছে আমরা সংবিধানের এই ধারাটি বাস্তবায়নের নির্দেশনা চাইব।’

তাছাড়া ভারত, পাকিস্তান, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের আদালতে তাদের জাতির জনক বা জাতীয় বীরদের ছবি টানানোর নজির আদালতে উপস্থাপন করা হবে।

আগামীকাল বৃহস্পতিবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে বলে তিনি জানান।

টপ নিউজ বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর ছবি শেখ মুজিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর