Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে ডেঙ্গু রোগীর মৃত্যু


২১ আগস্ট ২০১৯ ১৭:৩৬ | আপডেট: ২১ আগস্ট ২০১৯ ২০:২৭

ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাইনা (২৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ আগস্ট) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান।

হাসপাতালের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ডেঙ্গু রোগে ভর্তি হয়েছে ১১৫ জন। ভর্তি রোগী থেকে ১৩৪ জন ছাড়পত্র নিয়েছে। বর্তমানে ৫২০ জন হাসপাতালে ভর্তি রয়েছে।

পরিচালক নাসির উদ্দিন আরও জানান, একটু একটু করে ডেঙ্গু রোগে আক্রান্তদের ভর্তির সংখ্যা কমছে এবং সেইসঙ্গে গুরুতর ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। বর্তমানে জনগণ অনেক সচেতন হয়েছে। আমরাও হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। যারা ভর্তি আছেন তাদের সর্বোত্তম চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেঙ্গু ঢামেক

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর