Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু, সড়ক অবরোধ


২১ আগস্ট ২০১৯ ১৫:৩৬ | আপডেট: ২১ আগস্ট ২০১৯ ১৭:৩০

জয়পুরহাট: জয়পুরহাট পৌর এলাকার খঞ্জনপুরে ট্রাকের ধাক্কায় তাসনিমুল ইসলাম (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রতিবাদে স্কুলের সামনে ঘণ্টাব্যপী সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২১ আগস্ট) সকালে জয়পুরহাট-ধামইরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাসনিমুল ইসলাম সদর উপজেলার আদর্শ পাড়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ত সে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, সকালে তাসনিমুল বাসা থেকে একটি বাই সাইকেলে করে স্কুলে যাচ্ছিল। স্কুলের সামনে ধামইরহাটগামী একটি সার বোঝাই ট্রাক তাসনিমুলকে  ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা জয়পুরহাট-ধামইরহাট সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে ট্রাকচালককে গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

ট্রাকের ধাক্কা সড়ক অবরোধ স্কুলছাত্রের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর