শ্যামলীর রাস্তা থেকে সরে গেছেন পোশাক শ্রমিকরা
২১ আগস্ট ২০১৯ ১১:৫০ | আপডেট: ২১ আগস্ট ২০১৯ ১৪:২৮
ঢাকা: বিজিএমইএ ও গার্মেন্টস মালিকের আশ্বাস পেয়ে অবরোধ করা শ্যামলীর রাস্তা থেকে সরে গেছে পোশাক শ্রমিকরা। রাস্তায় এখন স্বাভাবিকভাবে যান চলাচল করছে বলে জানান তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান।
বুধবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তিনি বলেন, ‘আলিফ গ্রুপের তিনটি গার্মেন্টস হঠাৎ করে বন্ধ পেয়ে রাস্তায় নামেন শ্রমিকরা। তারা বিজিএমইএ ভবনে যাওয়ারও সিদ্ধান্ত নেয়। সকাল সাড়ে ৯টা থেকে তারা সড়ক অবরোধ করে। আমরা তাদের বুঝিয়েছি আপনারা আলিফ গার্মেন্টসের নিচে অবস্থান করেন, সড়ক ছেড়ে দেন। এরপর মালিক পক্ষ, বিজিএমইএ-এর প্রতিনিধিদের সঙ্গে তাদের বসার ব্যবস্থা করে দিয়েছি। এখন তারা বৈঠক করছেন।’
তিনি আরও বলেন, ‘সড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি কি হয় সেটাও পর্যবেক্ষণ করা হচ্ছে।’
পোশাক শ্রমিক সোহেল রানা বলেন, ‘ঈদের ছুটি শেষে বগুড়া থেকে আজ ঢাকা আসছি। সকালে গার্মেন্টসে এসে দেখি সেটি তালাবন্ধ। আমাদের এ বিষয়ে আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি। তাছাড়া এখনো চার মাসের বেতন বকেয়া রয়েছে। বয়েকা বেতনের দাবিতে আমরা সড়ক অবরোধ করি।’
এদিকে আলিফ গার্মেন্টসের সহকারী ম্যানেজার মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, সড়ক ছেড়ে দিয়ে মালিক পক্ষের সঙ্গে বৈঠক হচ্ছে। তারা গার্মেন্টস না চালালেও শ্রম আইন অনুযায়ী যে সুযোগ সুবিধা দেওয়া হয় তা দেওয়ার চিন্তা চলছে।