Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ভর্তি: কুমিল্লায় ২০, বগুড়ায় ২৬


২১ আগস্ট ২০১৯ ১১:৪৮ | আপডেট: ২১ আগস্ট ২০১৯ ১১:৫৪

২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ২০ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। অপরদিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছেন নতুন ২৬ জন ডেঙ্গু রোগী।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (২১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত এ হিসেব করা হয়েছে।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাক্তার মুজিবুর রহমান জানান, এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ৮৯৫ জন রোগী ভর্তি হলেও বর্তমানে চিকিৎসাধীন আছে ৮৩ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৮১২ জন।

তিনি আরও জানান, চিকিৎসাধীন রোগীর মধ্যে কেউই আশঙ্কাজনক নয় এবং এ পর্যন্ত কুমিল্লায় কোনো ডেঙ্গু রোগী মারা যায়নি।

এদিকে বগুড়ায় ডেঙ্গু রোগী কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নতুন ২৬জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে মেডিকেল কলেজ, মোহাম্মাদ আলী ও টিএমএসএস হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে ১০১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ জানান, গত ২০ জুলাই হতে বুধবার (২১ আগস্ট) পর্যন্ত ৭৪৮ জন ডেঙ্গু রোগী সরকারি ও বে-সরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৬৪৭ জন রোগী চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

কুমিল্লা ডেঙ্গু বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর