Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশ্মির ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যাবে পাকিস্তান


২১ আগস্ট ২০১৯ ১১:১৩

কাশ্মির নিয়ে বিরোধ ও বিতর্ক নিরসনে আন্তর্জাতিক বিচারিক আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) যাবে পাকিস্তান। এ বিষয়ে সকল আইনি প্রক্রিয়া দেশটি বিচার-বিশ্লেষণ করে দেখছে।

বুধবার (২১ আগস্ট) সংবাদমাধ্যম বিবিসির খবরে এতথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেন, কাশ্মির ইস্যু আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে সকল আইনি বিষয় ভেবে নেওয়া হয়েছে।

মেহমুদ কোরেশি আরও বলেন, কাশ্মিরে ভারত যেসব বিষয়ে মানবাধিকার লঙ্ঘন করছে আদালতে পাকিস্তান সেসব বিষয় তুলে আনবে।

সম্প্রতি ভারত-শাসিত কাশ্মিরের বিশেষ স্বায়ত্তশাসন বিলোপ করেছে বিজেপি সরকার। তারপরই ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক, বাণিজ্যিক, বাস-রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে পাকিস্তান।

এদিকে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর বিবাদে শঙ্কা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদি ও ইমরান খানের সঙ্গে। বরিস জনসনও মোদির সঙ্গে আলাপকালে জানিয়েছেন দ্বিপাখ্সিক সমঝোতায় কাশ্মির সমস্যার সমাধান করতে হবে। এছাড়া, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁখো চলতি সপ্তাহে প্যারিসে মোদির সঙ্গে আলোচনায় কাশ্মির ইস্যু তুলবেন বলে জানা গেছে।

ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) কাশ্মির ইস্যু পাকিস্তান ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর