পদত্যাগ করবেন ইতালির প্রধানমন্ত্রী
২১ আগস্ট ২০১৯ ০১:৫৫ | আপডেট: ২১ আগস্ট ২০১৯ ০৯:৩২
ইতালির সংসদে চলমান বিতর্ক শেষ হওয়ার পরই পদত্যাগ করবেন দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে। মঙ্গলবার (২০ আগস্ট) স্থানীয় সময় বিকেলে সিনেটরদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন। খবর চায়না নিউজের।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সংসদের এই রাউন্ড বিতর্ক শেষ হলেই তিনি ইতালির প্রেসিডেন্টের সাথে দেখা করতে যাবেন। সেখানেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে এ সরকারের সাথে তার অভিজ্ঞতার কথা প্রেসিডেন্টকে জানাবেন এবং তার কাছে পদত্যাগ পত্র প্রদান করবেন।
এমনিতেই অর্থনৈতিক মন্দার কারণে ইউরোপের দেশগুলোর সাথে তাল মিলিয়ে চলতে পারছে নয়া ইতালি। তার উপর প্রধানমন্ত্রীর এই সাম্প্রতিক পদত্যাগের ঘোষণা দেশটিকে নতুন সংকটের দিকে ঠেলে দিল।