হংকংয়ের আন্দোলন নিয়ে গুজব: পদক্ষেপ নিচ্ছে টুইটার ,ফেসবুক
২১ আগস্ট ২০১৯ ০০:১১ | আপডেট: ২১ আগস্ট ২০১৯ ০৮:৩৫
হংকংয়ের চলমান আন্দোলন নিয়ে চীন সরকারের ইন্ধনে পরিকল্পিত গুজব ছড়ানোর অভিযোগে চিহ্নিত ব্যবহারকারীর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে টুইটার, ফেসবুকের মত সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক। খবর বিবিসির।
এই সপ্তাহান্তে হংকংয়ের আন্দোলন নিয়ে চীনের সিনহুয়া নিউজের স্পন্সরড পোস্ট টুইটারে প্রকাশিত হওয়ার পর থেকে এ নিয়ে পদক্ষেপ নেওয়া শুরু হয়।
টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, হংকংয়ের চলমান আন্দোলন নিয়ে গুজব ছড়ানোর দায়ে তারা ৯৩৬ একাউন্ট বন্ধ করে দিয়েছে। এছাড়াও ২লাখ একাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই একাউন্টগুলো চীন থেকে খোলা হয়েছিল এবং এদের উদ্দেশ্য ছিল ঐ আন্দোলনের যৌক্তিক এবং রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করা।
এদিকে ফেসবুকের সাইবার সিকিউরিটি পলিসির প্রধান ন্যাথানিয়াল গ্লেইশার জানিয়েছেন, এই ইস্যুতে তারা সাতটি পেজ, তিনটি গ্রুপ এবং ৫ জনের একাউন্ট বন্ধ করে দিয়েছে। যদিও সংশ্লিষ্টরা চেষ্টা করেছিল তাদের প্রকৃত পরিচয় প্রকাশ না করেই কার্যসিদ্ধি করতে। কিন্তু আমরা তদন্ত করে দেখেছি এদের সবাই কোন না কোনভাবে চীন সরকারের মদদপুষ্ট।
ব্যাপক তদন্তের পর এই দুইটি নেটওয়ার্ক এ ব্যাপারে একমত হয়েছে যে, চীনের সরকারি পৃষ্টপোষকতায় পরিকল্পিতভাবে হংকংয়ের আন্দোলনকে টার্গেট করে এই গুজব ছড়ানোর কাজ চলছিল।
তবে নেটওয়ার্কগুলোর পক্ষ থেকে কড়া নজরদারি অব্যাহত রাখা হয়েছে যেন তাদের পলিসির সাথে সাংঘর্ষিক কোন কিছু প্রকাশ করে কেউ পার না পেয়ে যায়।
সংশ্লিষ্টরা এখন সার্চ ইঞ্জিন গুগলের কাছে আবেদন জানিয়েছে যেন, চীনের প্রপাগান্ডা ভিডিওগুলো ইউটিউব থেকেও সরিয়ে নেওয়া হয়।