Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে তারা দেশের অস্তিত্ব অস্বীকার করে’


২০ আগস্ট ২০১৯ ২১:৪৯

ঢাকা: যুক্তফ্রন্টের চেয়ারম্যান, বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে, তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, বাংলাদেশের মানচিত্রকে অস্বীকার করে।’ মঙ্গলবার (২০ আগস্ট) বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বি চৌধুরী বলেন, ‘ইতিহাসে বঙ্গবন্ধু চূড়ান্ত বাস্তবতা। পৃথিবীর যেখানে যখন মুক্তিযুদ্ধের প্রশ্ন উঠবে, স্বাধীনতার প্রশ্ন উঠবে, গণতন্ত্রের প্রশ্ন উঠবে- বঙ্গবন্ধুকে স্মরণ না করে কেউ পারবে না। ইতিহাস থেকে বঙ্গবন্ধুর জীবন থেকে তাদের প্রেরণা নিতে হবে। মৃত্যুর মুখোমুখি হয়েও তিনি স্বাধীনতার দাবি থেকে পিছু হটেননি। সারা পৃথিবীতে এমন দৃষ্টান্ত খুব বিরল।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বঙ্গবন্ধুর আদর্শ থেকে এক পা’ও পিছু না হটার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনার মধ্যে অনেক গুণ আছে, যেটা বঙ্গবন্ধুর সঙ্গে মিলে যায়। আমরা আশা করি বঙ্গবন্ধুর আদর্শ থেকে আপনি প্রেরণা পাবেন। শুধু অর্থনৈতিক উন্নয়নই শেষ কথা নয়, দেশের দরিদ্র মানুষ যেন সুখ থাকতে পারে শান্তিতে থাকতে পারে আপনাতে তা নিশ্চিত করতে হবে। হ্যাপিনেস ইনডেক্সে যেন বাংলাদেশ উত্তীর্ণ হতে পারে, শান্তি সুখের দেশে পরিণত হতে পারে।’

বিকল্পধারার বাড্ডার কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সচিব শমসের মবিন চৌধুরীর (বীরবিক্রম) সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য গোলাম সরোয়ার মিলন, মজহারুল হক শাহ চৌধুরীসহ প্রমুখ।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু বদরুদ্দোজা চৌধুরী

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর