জনতা ব্যাংক পেল নতুন চেয়ারম্যান, সোনালী ব্যাংক এমডি
২০ আগস্ট ২০১৯ ২১:৩৪ | আপডেট: ২০ আগস্ট ২০১৯ ২২:৩৭
ঢাকা: রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতিবিদ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ। অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন রুপালী ব্যাংকের এমডি ও সিইও আতাউর রহমান প্রধান।
মঙ্গলবার (২০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল আওয়ালের সই করা দুই চিঠিতে তাদের নিয়োগের কথা বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মো. আতাউর রহমান প্রধানকে অগামী তিন বছরের জন্য চুক্তিভিত্তিক সোনালী ব্যাংকের এমডি ও সিইও হিসাবে নিয়োগ দেওয়া হলো।
অন্যদিকে, জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে ড. জামালউদ্দিন আহমেদকেও আগামী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জামালউদ্দিন আহমদে মঙ্গলবার রাতে সারাবাংলাকে বলেন, আমাকে আগামী তিন বছরের জন্য জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে এ সংক্রান্ত চিঠি আমি পেয়েছি।
তিনি আরও বলেন, চিঠি পাওয়ার পর আমি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছি। আগামী দুয়েকদিনের মধ্যে এ পদে যোগদান করবেন বলে জানান তিনি।
এদিকে, একাধিক সূত্র সারাবাংলাকে নিশ্চিত করেছেন, রুপালী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সোনালী ব্যাংকের বর্তমান এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে আগামী তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও সামসুল উল ইসলামকে একই ব্যাংকে একই পদে আগামী তিন বছরের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, ২০১৬ সালের ১৬ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তৎকালীন কর্মসংস্থান ব্যাংকের এমডি উবায়েদ উল্লাহ আল মাসুদকে সোনালী ব্যাংকে, প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধানকে রূপালী ব্যাংকে এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি মোহাম্মদ সামস-উল ইসলামকে অগ্রণী ব্যাংকে নিয়োগ দেওয়া হয়েছিল।
আতাউর রহমান প্রধান জনতা ব্যাংক টপ নিউজ ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ সোনালী ব্যাংক