Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিকে নিষিদ্ধের দাবি যুবলীগ সভাপতির


২০ আগস্ট ২০১৯ ১৯:৩৪

ঢাকা: ২১ আগস্ট নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকায় বিএনপিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে ২১ আগস্টের গ্রেনেড হামলা’র স্মরণে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।

যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘বিদেশিদের সঙ্গে যোগসাজশে ষড়যন্ত্র করে দেশ ধ্বংসের চক্রান্ত বিএনপি-জামায়াতের রাজনীতির মতোই পরাজিত হবে।’

বিজ্ঞাপন

আলোচনায় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, দেশ যখন এগিয়ে চলেছে উন্নয়নের নৌকায় পাল তুলে তখন বিএনপি-জামায়াত জোট তাদের ষড়যন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। হত্যাকারীরা সফল হলে বাংলাদেশ কালো ছায়ায় ঢেকে যাবে তাই সকল ষড়যন্ত্র মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। প্রতিহত করতে হবে সব দুরভিসন্ধি আর চক্রান্ত।’

আলোচনা সভায় বক্তব্য রাখেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, আব্দুর সাত্তার মাসুদ, মাহবুবুর রহমান হিরণ, আতাউর রহমান, শাহজাহান ভূঁইয়া মাখন, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, ঢাকা দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মাঈনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ আরও অনেকে।

২১ আগস্ট ওমর ফারুক চৌধুরী গ্রেনেড হামলা বিএনপি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর