ট্রেনের কোচে মরদেহ: হত্যার আগে ধর্ষণ করা হয় আসমাকে
২০ আগস্ট ২০১৯ ১৬:৫৫ | আপডেট: ২০ আগস্ট ২০১৯ ১৯:০৫
ঢাকা: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আসমাকে (১৭) হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল— এমন প্রমাণ পাওয়া গেছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আসমার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সুরতহাল প্রতিবেদনে পুলিশ উল্লেখ করেছিল, কিশোরীর গলায় দাগ রয়েছে। আমরাও নিশ্চিত হয়েছি, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে ডা. প্রদীপ বিশ্বাস বলেন, ধর্ষণ এবং হত্যায় একাধিক ব্যক্তি জড়িত কি না সে বিষয়ে নিশ্চিত হতে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাগুলো পরীক্ষা করা হবে। রিপোর্ট হাতে এলে নিশ্চিত করে বলা যাবে।
এর আগে সোমবার (১৯ আগস্ট) কমলাপুর রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের ড্যামেজড কোচ থেকে আসমা (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
সংশ্লিষ্ট সংবাদ: কমলাপুরে ড্যামেজড কোচে মিললো কিশোরীর লাশ