রিফাত হত্যা মামলার নথিসহ তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব
২০ আগস্ট ২০১৯ ১৫:১৮ | আপডেট: ২০ আগস্ট ২০১৯ ১৫:২৬
ঢাকা: বরগুনার রিফাত হত্যা মামলার নথিসহ তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন আদালত। আগামী ২৮ আগস্ট তাকে হাজির হতে বলা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে মিন্নিকে কেন জামিন দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না। এর আগে গতকাল (সোমবার) মিন্নির জামিন আবেদনের শুনানি জন্য আজকের (মঙ্গলবার) দিন ঠিক করে দিয়েছেন আদালত।
এদিনও রিফাত হত্যা মামলায় ১৬৪ ধারায় মিন্নির জবানবন্দির আগে না পরে পুলিশ সুপার সংবাদ সম্মেলন করেছেন, তা স্পষ্ট করতে বলেন আদালত।
গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি। গুরুতর আহত রিফাতকে ওইদিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও পাঁচ-ছয় জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় প্রথমে মিন্নিকে সাক্ষী হিসেবে দেখানো হলেও, পরে এক আসামির বক্তব্যের প্রেক্ষিতে তাকে আসামি হিসেবে গ্রেফতার করা হয়।