শৈলকুপার দুই গ্রামেই ৩২ ডেঙ্গু রোগী শনাক্ত
২০ আগস্ট ২০১৯ ১৪:৫১ | আপডেট: ২০ আগস্ট ২০১৯ ১৬:৫৭
ঝিনাইদহ: ঝিনাইদহে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এর মধ্যে শৈলকুপার দুটি গ্রামেই ৩২ জন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে। এছাড়া গোটা উপজেলায় ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে ৬২ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, শৈলকুপার হারুনদিয়া ও দহকোলা গ্রামে ৩২ জন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির সন্ধান মিলেছে। এদের মধ্যে কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আবার কেউ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গ্রাম দুটির জন্য একজন চিকিৎসা কর্মকর্তার নেতৃত্বে জরুরি ভিত্তিতে ৬ সদস্য বিশিষ্ট মেডিকেল টিম গঠন করা হয়েছে।
গ্রামদুটিতে বেশি ডেঙ্গু রোগীর কারণ জানতে চাইলে ডা. রাশেদ আল মামুন বলেন, হারুনদিয়া ও দহকোলা গ্রামে প্রচুর ডোবা ও বদ্ধ জলাশয় রয়েছে। পাশাপাশি সেখানে বন-জঙ্গলও বেশি। এ জন্য ধারণা করা হচ্ছে এই দুই গ্রামে ডেঙ্গুর প্রভাব বেশি। এছোড়া গ্রাম দুটির অনেক মানুষ ঢাকায় থাকেন। তারাও ঘন ঘন যাওয়া আসা করেন। এ কারণেও ডেঙ্গুর প্রভাব বেশি হতে পারে।
ডেঙ্গু মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে কাজ করছেন বলেও জানান এই চিকিৎসক।