নুরের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
২০ আগস্ট ২০১৯ ১৪:১০ | আপডেট: ২০ আগস্ট ২০১৯ ১৪:১২
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর ৮ বার হামলার প্রতিবাদের মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী। একইসঙ্গে তার নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এক মানববন্ধনে এসব দাবি জানান শিক্ষার্থীরা।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা ভিপি নুরের ওপর হামলাকারীদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। হামলাকারীদের বিচার ও নুরের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানান তারা। মানববন্ধনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় প্রতিটি হামলার সঙ্গে সরকার দলীয় সমর্থকদের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেন।
হাসানুল হক বান্না নামের এক শিক্ষার্থী বলেন, ‘ডাকসুর ভিপির উপর হামলা হয়েছে। আপনারা জানেন কে বা কারা হামলা করেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচারের আবেদন করছি।’
মানববন্ধনে উপস্থিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নুসরাত তাবাসসুম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি যদি হামলার শিকার হতে পারে সেখানে আমরা কেউ নিরাপদ না। যেখানে ভিপি তাঁর নিজের এলাকাতে আক্রান্ত হয়েছেন সেখানে কাল আমরাও আমাদের এলাকাতে হামলার শিকার হতে পারি।’
হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘যদি এদের বিচার না করা হয় তাহলে এই সন্ত্রাসীদের সাহস বেড়ে যাবে। তারা বার বার সন্ত্রাসী কার্যক্রম চালাতে সাহস পাবে।’
মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহরাব হোসেন, শেখ এ্যামিলি জামাল, আকরাম হোসেন, নাহিদ ইসলাম, রামিম সহ অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।