২২ আগস্ট ‘ড্রিমলাইনার গাঙচিল’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
২০ আগস্ট ২০১৯ ১৩:০৮ | আপডেট: ২০ আগস্ট ২০১৯ ১৩:১০
ঢাকা: অবশেষে বিমানের বহরে যুক্ত হতে যাচ্ছে নতুন বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘গাঙচিল’। আগামী ২২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পর ২৫ আগস্ট থেকে বিমানের বহরের সঙ্গে যুক্ত হবে গাঙচিল।
এর আগে গত ৭ আগস্ট উদ্বোধনের কথা থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোখের চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় তা হয়নি। সে সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী দেশে ফেরার পর উদ্বোধনের নতুন তারিখ নির্ধারণ করা হবে। সে বিষয়ে উদ্যোগ নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ড্রিমলাইনার ‘গাঙচিল’-এ ২৭১টি আসন রয়েছে, এর মধ্যে বিসনেস ক্লাস ২৪টি এবং ২৪৭টি ইকনোমিক ক্লাস। এ উড়োজাহাজটি যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বাংলাদেশের বহরে উড়োজাহাজের সংখ্যা হবে ১৫টি।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১০টি নতুন বিমান কেনার জন্য চুক্তিবদ্ধ হয়। এর মধ্যে চারটি নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি নতুন বোয়িং ৭৩৭-৮০০ এবং বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান বহরে যুক্ত হয়েছে।