Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের মামলায় জামিন পাওয়া উপজেলা চেয়ারম্যান কারাগারে


২০ আগস্ট ২০১৯ ১৩:৩৩

বরগুনা: দুদকের মামলায় জামিন নামঞ্জুর করে তালতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টুকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চান মনিরুজ্জামানি মিন্টু। তবে শুনানি শেষে আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মিন্টু বরগুনার তালতলী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি। পানি উন্নয়ন বোর্ডোর (পাউবো) জমি দখল করে করাত কল করার অভিযোগে ২০১৮ সালে মিন্টুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তে অভিযোগের সত্যতা পায় দুদক।

মামলায় মিন্টু উচ্চাদলত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে তিনি বরগুনা দায়রা ও জেলা জজ আদালতে হাজির হয়ে মঙ্গলবার জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

তালতলীর উপজেলা চেয়ারম্যান দুদকের মামলা মনিরুজ্জামান মিন্টু

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর