ডেঙ্গু প্রতিকারে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না: হাইকোর্ট
২০ আগস্ট ২০১৯ ১২:১৯ | আপডেট: ২০ আগস্ট ২০১৯ ১৭:৩৩
ঢাকা: ডেঙ্গু প্রতিকারে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। হাইকোর্ট বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে যে ব্যবস্থাই নেওয়া হচ্ছে তাতে কেউ বাঁচছে না। যারা বেঁচে যাচ্ছে, তাদের আল্লাহই বাঁচাচ্ছে।’
মঙ্গলবার (২০ আগস্ট) এডিস মশার কার্যকর ওষুধ নিয়ে দুই সিটি করপোরেশনের প্রতিবেদন পাওয়ার পর হাইকোর্ট এ মন্তব্য করেন।
এ সময় উত্তর সিটি করপোরেশন হাইকোর্টকে জানান নতুন মশার ওষুধ অধিক কার্যকরী। আর দক্ষিণ সিটি করপোরেশন জানান আজ (২০ আগস্ট) থেকে শুরু হবে নতুন ওষুধের প্রয়োগ।
এর আগে গত ৫ আগস্ট ভারত থেকে আনা হয় এডিস মশা মারার ওষুধের নমুনা। প্রায় ৪৮ ঘণ্টা ধরে ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হয়।