Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হট লাইন চালু করতে লাগবে ৫০ লাখ, ভোক্তা অধিকারের পরিচালককে তলব


২০ আগস্ট ২০১৯ ১২:২৮ | আপডেট: ২০ আগস্ট ২০১৯ ১৪:১২

ঢাকা: হট লাইন চালু করতে দেওয়া বাজেট নিয়ে প্রশ্ন ওঠায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শামীম আল মামুনকে তলব করেছেন আদালত। আগামী ২৭ আগস্ট হাজির হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত ১৬ জুন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ দুই মাসের মধ্যে ভোক্তা অধিকারকে হট লাইন চালুর নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি কেবল ঈদ বা রোজায় নয়, সারাবছর ঢাকা এবং গ্রামের হাট বাজারেও তাদের অভিযান চালাতে বলেন আদালত।

আদালতে এদিন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষে প্রতিবেদন উপস্থাপন করেন তাদের আইনজীবী কামরুজ্জামান কচি। তিনি বলেন, হট লাইন চালু করতে ৫০ লাখ টাকার বাজেট চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এখনো পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে আদালত বলেন, হট লাইন চালু করতে এত টাকা লাগবে? তাহলে তো এর ব্যাখ্যা জানা দরকার।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর হট লাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর