Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইক্রোবাসকে অজ্ঞাত গাড়ির চাপা, নিহত ২


২০ আগস্ট ২০১৯ ১১:৫৪

কুমিল্লা: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত তিনজন।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীদ্বার উপজেলার কুরছাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পরিচয় জানতে পারেনি পুলিশ।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে কুমিল্লাগামী একটি মাইক্রোবাসকে অজ্ঞাতনামা একটি গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই মাইক্রোবাসের চালকসহ দুইজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও তিনজন।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে ইনচার্জ বলেন, কোন গাড়ি মাইক্রোবাসটিকে চাপা দিয়েছে সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে।

টপ নিউজ মাইক্রোবাসকে চাপা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর