Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানের রুমায় ৩ জনকে অপহরণের অভিযোগ


২০ আগস্ট ২০১৯ ০৪:৩০

বান্দরবান: পার্বত্য জেলা বান্দরবানের রুমায় তিনজনকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃতরা হচ্ছে নয়ন জলদাস, মো. মিজান ও বাসু কর্মকার। তারা তিনজনই জিপ চালক।সোমবার (১৯ আগস্ট) বিকাল ৫টার দিকে মিনজিরি পাড়ার কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকালে রুমা বাজার থেকে মুংনুয়াম পাড়ায় জিপে করে যাত্রী নিয়ে যায় তারা। পরে যাত্রী নামিয়ে খালি জিপে রুমা বাজারে আসার সময় তাদের তিনজনকে নামিয়ে ধরে নিয়ে যায় অপহরণকারীরা।

বিজ্ঞাপন

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, ‘অপহরণের খবর শুনেছি। তবে তাদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাই ঘটনা কতটুকু সত্য, তা বলা যাচ্ছে না। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে।’

অপহরণ বান্দরবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর