Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তাসহ দুজনের মৃত্যু


২০ আগস্ট ২০১৯ ০০:৪২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তাসহ দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ার আমজুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের পটিয়া শাখার কর্মকর্তা রফিকুল ইসলাম (৪২) ও তার শ্যালক পল্লী চিকিৎসক মো. শাহজাহান (২৫)।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন সারাবাংলাকে জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী দ্রুতগামী একটি ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুজন আরোহী ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে দুজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি জানান, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম ট্র্রাকের ধাক্কা ব্যাংক কর্মকর্তা মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর