ময়মনসিংহ মেডিকেলে ১৮ ঘণ্টায় ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু
১৯ আগস্ট ২০১৯ ২৩:৪১ | আপডেট: ১৯ আগস্ট ২০১৯ ২৩:৫২
ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১৮ ঘণ্টায় তিন জন রোগী মারা গেছেন। এ নিয়ে এই হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হলো। এছাড়া, সর্বশেষ ২৪ ঘণ্টায় এই হাসপাতালে নতুন ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার ডেঙ্গুতে আক্রান্ত তিন রোগীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। এই তিন জন হলেন— কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চারনিকি গ্রামের মঞ্জুরুল হকের ছেলে রাসেল মিয়া (৩৪), নেত্রকোনার কেন্দুয়ার আব্দুল লতিফের ছেলে আনোয়ার হোসেন (৪০) ও দুর্গাপুরের আব্দুর রাজ্জাকের ছেলে সেলিম মিয়া (২৭)।
ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, সোমবার (১৯ আগস্ট) বিকেলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সেলিম মিয়া মারা যান। তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার (১৩ আগস্ট) এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এর আগে, সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আনোয়ার হোসেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১১ আগস্ট ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।
অন্যদিকে, রোববার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে রাসেল মিয়া নামে (৩৪) নামে ডেঙ্গুতে আক্রান্ত এক তরুণের মৃত্যু হয়েছে। রাসেল ঈদের পরদিন কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পরিচালক জানান, শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কার্যকারিতা হারিয়ে ফেলার কারণে রাসেলের মৃত্যু হয়েছে।
এর আগে, গত ১০ আগস্ট রাতে ডেঙ্গুতে আক্রান্ত কিশোরগঞ্জের ইটনা ডিগ্রি কলেজ শিক্ষার্থী ফরহাদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন ১১ আগস্ট সকাল ১১টায় তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত মোট এক হাজার ৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৮৮৩ জন। বর্তমানে বাকি ১৭৪ জন চিকিৎসাধীন।
টপ নিউজ ডেঙ্গু রোগী ডেঙ্গু রোগীর মৃত্যু ডেঙ্গুতে আ্রক্রান্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল