Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দরে কনটেইনার চাপায় শ্রমিকের মৃত্যু


১৯ আগস্ট ২০১৯ ২৩:৫২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙ্গর করা একটি জাহাজে কনটেইনার চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর জেটিতে এই দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট জেটির অপারেশন ইনচার্জ (বন্দর) নাসির উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘এমভি এমসিসি টোকিও নামের একটি জাহাজ থেকে কনটেইনার খালাস চলছিল। জাহোজের উপরে কাজ করছিলেন বার্থ অপারেটরের একজন শ্রমিক। সেখানে কনটেইনারের চাপায় তার মৃত্যু হয়। তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’

মৃত শ্রমিকের নাম মো. শাহজাহান বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

কনটেইনার চট্টগ্রাম বন্দর মৃত্যু শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর