Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাম মন্দির তৈরিতে সোনার ইট দিতে চান মুঘল বংশধর হাবিবুদ্দিন


১৯ আগস্ট ২০১৯ ২১:৫৬ | আপডেট: ১৯ আগস্ট ২০১৯ ২২:২১

ভারতের অযোধ্যায় রাম মন্দির নির্মাণে সোনার ইট দিতে চেয়েছেন প্রিন্স হাবিবুদ্দিন তুসি। যে নিজেকে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের উত্তরসূরি মনে করেন।

রাম মন্দির ও বাবরি মসজিদের ওই জায়গাটির মালিক হাবিবুদ্দিন তুসি। ১৫২৯ সালে সম্রাট বাবর রাম মন্দিরের ওই স্থানে বাবরি মসজিদ তৈরি করেন।

                                                                                 রাম মন্দির

রোববার তুসি বলেছেন, আদালত বিতর্কিত ওই জায়গাটি তাকে ফেরত দিলে তা রাম মন্দির নির্মাণে দান করবেন।

রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি করা হয়। পরে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর প্রায় শতাধিক কর-সেবক বাবরি মসজিদ ভেঙে ফেলেন।

                                                                         বাবরি মসজিদ

তুসি তিনবার অযোধ্য গেছেন। সেখানে তিনি অস্থায়ী মন্দির পরিদর্শন গিয়ে জমি ফেরত দেওয়ার কথা দেন।

তাছাড়া তিনি হিন্দুদের কাছে আনুষ্ঠানিকভাবে জুতা মাথায় নিয়ে ‘চরণ পাদুকা’ ক্ষমাও চেয়েছেন।

বাবরি মসজিদ রাম মন্দির সোনার ইট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর