Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা


১৯ আগস্ট ২০১৯ ১৪:৩৮

বগুড়া: বগুড়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। কয়েকদিন ধরেই হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী সনাক্তের পরিমাণ কমছে। গত ২৪ ঘণ্টায় বগুড়ার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নতুন ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যা রোববারের (১৮ আগস্ট) চেয়ে কম। বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৫ জন চিকিৎসাধীন।

এরমধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৬ জন, মোহাম্মদ আলী হাসপাতালে ১০ জন, টিএমএসএস হাসপাতালে আটজন, সামসুন্নাহার ক্লিনিকে পাঁচজন, ডক্টরস ক্লিনিক-২ তে একজন, সিটি ক্লিনিকে একজন, ইনডিপেন্টডেন্ট হাসপাতালে একজন, আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন।

বিজ্ঞাপন

বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজীম জানান, গত ২০ জুলাই থেকে সোমবার (১৯ আগস্ট) পর্যন্ত ৭০০ জন ডেঙ্গু রোগী জেলার সরকারি ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৫৯৫ জন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

কমছে ডেঙ্গু বগুড়ায় ডেঙ্গু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর