ফরিদপুরে ডেঙ্গুতে মসজিদের খাদেমের মৃত্যু
১৯ আগস্ট ২০১৯ ১৩:৪৭
ফরিদপুর: ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেলোয়ার হোসেন (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
দেলোয়ার হোসেন ফরিদপুর শহরের পূর্বখাবাসপুর লঞ্চঘাট মসজিদের খাদেম নিযুক্ত ছিলেন। তিনি ফরিদপুর সদর উপজেলার গোরডাঙ্গীর চর এলাকায় শেখ সফিউদ্দিন এর ছেলে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান বুলু জানান, দেলোয়ার জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তবে অবস্থার অবনতি হওয়ায় রোববার (১৮ আগস্ট) তাকে সেখান থেকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর মেডিকেল কলেজ হাসপাতালেই তার চিকিৎসা শুরু হয়। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।