স্বামীবাগে ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু
১৯ আগস্ট ২০১৯ ১২:১৮ | আপডেট: ১৯ আগস্ট ২০১৯ ১৪:২৪
ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ায় স্বামীবাগ এলাকার একটি বাসার ছাদ থেকে পরে সাব্বির হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্র মারা গেছে।
সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করে।
মৃত সাব্বিরের চাচা জামাল উদ্দিন জানান, সে বিএফ শাহিন কলেজে একাদশ শ্রেনীতে পড়ত। ঈদের ছুটি চলায় তার কলেজ বন্ধ। সোমবার (১৯ আগস্ট) সকালে হাটার জন্য সে তিন তলার ছাদে ওঠে। কিছুক্ষন পর জানতে পারি সাব্বির ছাদ থেকে নিচে পরে গেছে।
চাচা জানান, ছাদে কোনো রেলিং ছিল না। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
মৃত সাব্বিরের বাবার নাম কামাল হোসেন। বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতী গ্রামে। চার ভাই বোনের মধ্যে সাব্বির ছিল ২য়।
ঢামেক হাসপাতালেরর পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।