মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু
১৯ আগস্ট ২০১৯ ১১:১০
ভারতের মহারাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন। রোববার (১৮ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে দশটায় মহারাষ্ট্রের ঢুলে জেলার নিমগুল গ্রামের পার্শ্ববর্তী মহাসড়কে একটি কন্টেইনার ট্রাকের সাথে অপরদিক থেকে আসা স্টেট বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের বরাতে এ খবর জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
দায়িত্বশীল কর্তৃপক্ষ ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন বাসটি ঢুলে থেকে আওরঙ্গবাদের দিকে যাচ্ছিল। মৃতদের মধ্যে ২ জন কন্টেইনার এবং বাসের চালক। আহতদেরকে স্থানীয় ঢুলে স্টেট হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অনেকেই সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুর ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।