নিখোঁজ প্রতিবন্ধী মেয়েটিকে খুঁজে দিল গুগল ম্যাপ
১৯ আগস্ট ২০১৯ ১০:৩৯ | আপডেট: ১৯ আগস্ট ২০১৯ ১১:১৯
দোলযাত্রার দিনে দিল্লির কৃতিনগর ফার্নিচার মার্কেটের কাছ থেকে রিকশায় ওঠে মেয়েটি। মেট্রোরেল স্টেশনের কাছাকাছি এসে রিকশাচালক মেয়েটির কাছে তার গন্তব্য জানতে চায়। কিন্তু মানসিক প্রতিবন্ধী মেয়েটি কিছুই বলতে পারে না। মার্চের ২১ তারিখ রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপায়োন্তর না দেখে রিকশাচালক মেয়েটিকে কৃতিনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েটি কোথায় থেকে এসেছে বা কোথায় যাবে তার কিছুই বলতে পারে না। সে শুধু জানে তার গ্রামের নাম খুরজা আর বাবার নাম জিতেন। দিনকয়েক আগে সে ট্রেনে করে পিন্টু নামের এক চাচার সাথে দিল্লি এসেছে। ট্রেনের টয়লেটে যাওয়ার পর তার কাপড় চোপড় সব হারিয়ে ফেলেছে। এতটুকু বলেই সে কান্না জুড়ে দেয়।
খুরজা নামের সাথে মিল রেখে দিল্লির খাজুরি খাস এবং খুরেজি অঞ্চলে পুলিশ খুঁজে দেখে। কিন্তু এ ধরনের কোন নিখোঁজ মেয়ের ব্যাপারে কিছু জানতে পারে না। পরে পাশের জেজে কলোনিতেও মেয়েটিকে নিয়ে গিয়ে তার প্রকৃত অভিভাবকের খোঁজ করে পুলিশ। তবে কোন সুরাহা হয় না।
মার্চের ২২ তারিখ মেয়েটির ডাক্তারি পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয় যে, তার সাথে যৌন হয়রানির কোন ঘটনা ঘটেনি। সাময়িকভাবে নির্মল ছায়া নামের একটি এনজিওর কাছে মেয়েটিকে হস্তান্তর করা হয়। তবে তার অভিভাবকের খোঁজ চলতে থাকে।
পরপর চারবার মেয়েটিকে নিয়ে পুলিশ সদস্যরা উত্তর প্রদেশের বুলান্দশহর জেলার খুরজা গ্রামে যায়। কিন্তু কোন ক্লু খুঁজে পায় না। গ্রামের অধিবাসীদের মধ্যে কেউই মেয়েটিকে শনাক্ত করতে পারে না।
শেষমেষ জুলাইয়ের ৩১ তারিখ মেয়েটিকে নিয়ে আবার খুরজা যায় পুলিশের একটি দল। এবার মেয়েটিকে বলে, খুরজা ছাড়া আশেপাশের অন্য কোন গ্রামের নাম তার মনে আছে কি না? মেয়েটি তখন বলে তার মায়ের গ্রামের নাম সোনবারসা এবং সেই গ্রামের কাছেই সাকাপাড় নামে একটি জায়গার কথা তার মনে পড়ছে। তৎক্ষণাৎ পুলিশের পক্ষ থেকে গুগল ম্যাপের সহযোগীতায় ঐ নামের স্থানগুলো শনাক্ত করা হয়।
গুগল ম্যাপের মাধ্যমে জানা যায় উত্তর প্রদেশের সিদ্ধার্থনগর জেলায় সাকাপাড়, সোনবারসা এবং খুরজা নামের গ্রামগুলোর অবস্থান। পরে মেয়েটির পরিবারকেও শনাক্ত করা সম্ভব হয়।
আগস্টের ১ তারিখ মেয়েটির বাবা জিতেন, খুরজা গ্রাম থেকে দিল্লি আসেন। তার মেয়ে দোলযাত্রার দিন কৃতিনগরের জেজে কলোনিস্থ বোনের বাসা থেকে নিখোঁজ রয়েছে কিন্তু তিনি কোন অভিযোগ দায়ের করেননি বলে পুলিশকে জানান। পরে উপযুক্ত প্রমাণ দিয়ে মেয়েকে পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে নিয়ে একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করিয়ে দেন।
গুগল ম্যাপ মেয়েটিকে এক অনিশ্চিত জীবনের মুখ থেকে এ যাত্রায় ফিরিয়ে আনলো।
(এনডিটিভির অনলাইন অনুসরনে)
উত্তর প্রদেশ কৃতিনগর গুগল ম্যাপ দিল্লি বুলান্দশহর ভারত সিদ্ধার্থনগর