Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে ডেঙ্গু জ্বরে ২ জনের মৃত্যু


১৮ আগস্ট ২০১৯ ২২:৫৬

জামালপুর: জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ আগস্ট) সকাল ও দুপুরে পৃথক এই মৃত্যুর ঘটনা ঘটে।

জানা যায়, জামালপুর শহরের চন্দ্রা উত্তরপাড়া গ্রামের ইকবাল হোসেনের ছেলে রাজমিস্ত্রী হামিদুল ইসলাম রাজু গত শনিবার জ্বরে আক্রান্ত হন। পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হলে তাকে শুক্রবার রাতে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

পরে রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে সে মারা যায়। হামিদুলের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অপরদিকে, জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার চিকাজানী আকন্দপাড়া গ্রামের গার্মেন্টস কর্মী বৃষ্টি বেগম ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ্রামের বাড়িতে আসে। গত ১০ আগস্ট তাকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওইদিনই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়। পরে পরিবারের লোকজন বাড়িতে ফিরিয়ে নিয়ে গেলে রোববার সকালে বৃষ্টি মারা যায়।

জামালপুর ডেঙ্গু জ্বর

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর