Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ দিনে সোনার দাম বাড়ল ভরিতে ৩ হাজার ৪৯৮ টাকা


১৮ আগস্ট ২০১৯ ২২:৪১ | আপডেট: ১৯ আগস্ট ২০১৯ ১১:১৯

ঢাকা: আন্তর্জাতিক বাজারে দাম বাড়ানোর কথা বলে মাত্র ১০ দিনের ব্যবধানে ফের বাড়ছে সোনার দাম। নতুন করে ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা। এর ফলে ২২ ক্যারেট সোনার ভরি হচ্ছে ৫৬ হাজার ৮৬২ টাকা। এ নিয়ে চলতি মাসেই তৃতীয়বারের মতো বাড়ল সোনার দাম। নতুন এ দাম কার্যকর হবে সোমবার (১৯ আগস্ট) থেকে।

এর আগে, গত ৮ আগস্ট প্রতি ভরি সোনার দাম বেড়েছিল এক হাজার ১৬৬ টাকা। এর মাত্র একদিন আগে ৬ অগাস্টও সব ধরনের সোনার দর একই পরিমাণ বাড়ানো হয়েছিল। সে হিসাবে মাত্র ১২ দিনের ব্যবধানে ভরিতে সোনার দাম বেড়েছে ৩ হাজার ৪৯৮ টাকা।

বিজ্ঞাপন

রোববার (১৮ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট (এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ৫৬ হাজার ৮৬২ টাকা। আর প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৪ হাজার ৮৭৫ টাকা।

অন্যদিকে ২১ ও ১৮ ক্যারেট সোনার দামও প্রতি ভরিতে সমপরিমাণ, অর্থাৎ এক হাজার ১৬৬ টাকা করে বেড়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম ৫৪ হাজার ৪১৭ টাকা, প্রতি গ্রামের দাম পড়বে ৪ হাজার ৬৭৫ টাকা। আর ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ৪৯ হাজার ৫১৩ টাকা, প্রতি গ্রাম ৪ হাজার ২৪৫ টাকা।

অন্যদিকে, নতুন দাম অনুযায়ী সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২৯ হাজার ১৬০ টাকা। সে হিসাবে সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম সোনার দাম পড়বে ২ হাজার ৫০০ টাকা।

বিজ্ঞাপন

এদিকে, রুপার দামও পুনঃনির্ধারণ করেছে বাজুস। প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ১১৬৬ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৯৩৩ টাকা। এ ক্ষেত্রে প্রতি গ্রাম রুপার দাম পড়বে ৮০ টাকা।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা সারাবাংলাকে বলেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে। সোনার দাম গত আট বছর সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থায় রয়েছে। এ কারণে দেশের বাজারেও এর প্রভাব পড়ছে।

টপ নিউজ দাম বাড়ল বাজুস সোনার দাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর