Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ইনকোয়ারি কমিশনকে সহায়তা করবে সরকার


১৮ আগস্ট ২০১৯ ২২:১১

ঢাকা: রাখাইন অঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর অত্যাচার-নির্যাতনের জন্য মিয়ানমার সরকারের গঠন করা ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট কমিশন অব ইনকোয়ারি (আইসিওই)’কে সব ধরনের সহায়তা করবে বাংলাদেশ। মিয়ানমারের এই ইনকোয়ারি কমিশনের একটি অগ্রবর্তী দল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে রোববার (১৮ আগস্ট) ঢাকায় বৈঠক করেছেন।

একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে, মিয়ানমারের গঠন করা ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট কমিশন অব ইনকোয়ারি (আইসিওই)’ দলটি ঢাকায় এবং কক্সবাজারে বাংলাদেশ সরকারের আরও একাধিক প্রতিনিধির সঙ্গে বৈঠক করবে। দলটি ৪ দিনের সফরে গত শনিবার (১৭ আগস্ট) ঢাকায় এসেছে।

বিজ্ঞাপন

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মিয়ানমারের ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট কমিশন অব ইনকোয়ারি (আইসিওই)’ কমিটির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এবং সচিবের বৈঠকে দলটি রাখাইনে ঘটে যাওয়া অত্যাচার-নির্যাতনের জবাবদিহিতা নিশ্চিতে ঢাকার সহায়তা চেয়েছে। তাদের সহায়তার প্রেক্ষিতে ঢাকার পক্ষ থেকে জানান হয়েছে যে এই বিষয়ে সহায়তা করতে ঢাকার কোনো আপত্তি নেই।

মিয়ানমারের ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট কমিশন অব ইনকোয়ারি (আইসিওই)’ এক বার্তায় জানিয়েছে, রাখাইনে ঘটে যাওয়া অত্যাচার-নির্যাতনের তথ্য সংগ্রহের জন্য এই কমিশনের দুইজন সদস্য বাংলাদেশ সফর করছেন। এটি মূলত কমিশনের একটি অগ্রবর্তী দল। কক্সবাজারের শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করার বিষয়ে এই দল বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করবে। যাতে মূল কমিশন এসে তথ্য-উপাত্ত সংগ্রহসহ প্রয়োজনীয় কাজ করতে পারে।

বিজ্ঞাপন

টপ নিউজ মিয়ানমার রাখাইন রোহিঙ্গা রোহিঙ্গা গণহত্যা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর