Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতিরিক্ত ডিআইজি পদে ২০ পুলিশ সুপারের পদোন্নতি


১৮ আগস্ট ২০১৯ ১৯:৩৮ | আপডেট: ১৮ আগস্ট ২০১৯ ২৩:০০

ঢাকা: অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপারসহ (এসপি) একই পদমর্যাদার ২০ কর্মকর্তা। তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) পুলিশের বিভিন্ন দফতরে পদায়ন করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার তানভীর হায়দার চৌধুরীকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি, নৌপুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানকে পদোন্নতি দিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এসএম ফজলুর রহমানকে একই ইউনিটে অতিরিক্ত কমিশনার এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার প্রলয় চিসিমকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও বিশেষ পুলিশ সুপার আইনুল বারীকে এসবি’র অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার হাবিবুর রহমান খানকে খুলনার পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি, পিবিআইয়ের পুলিশ সুপার আবুল কালাম আজাদকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সদর দফতরের এআইজি কামরুল আহসানকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, নওগাঁ জেলার পুলিশ সুপার ইকবাল হোসেনকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সদর দফতরের পুলিশ সুপার শফিকুল ইসলামকে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার গোলাম রউফ খানকে পিবিআইয়ের অতিরক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নৌপুলিশের পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহকে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানকে ডিএমপি’র যুগ্ম কমিশনার, পুলিশ সদর দফতরের এআইজি শামীম বেগমকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি, টিঅ্যান্ডআইএমের পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহকে একই শাখায় অতিরিক্ত ডিআইজি, চাঁদপুর জেলার পুলিশ সুপার জিহাদুল কবিরকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলামকে নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি, ডিএমপি’র উপকমিমশনার এস এম মোস্তাক আহমেদকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এবং ডিএমপি’র উপকমিশনার সালমা বেগমকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও মিরাজ উদ্দিন আহম্মেদকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি ডিএমপি পদোন্নতি পুলিশ সুপার বাংলাদেশ পুলিশ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর