Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে ব্রাদার্স-প্যাথলজিস্ট সংঘর্ষ: ৭ সদস্যের তদন্ত কমিটি


১৮ আগস্ট ২০১৯ ১৮:৫৭ | আপডেট: ১৮ আগস্ট ২০১৯ ১৯:২৩

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে ব্রাদার্স ও প্যাথলজিস্টদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। কমিটিকে প্রতিবেদন জমা দিতে সাত কর্মদিবস সময় দেওয়া হয়ছে।

রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন তদন্ত কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখন দু’পক্ষই শান্ত আছে। হাসপাতালের কাজের কোনো ব্যাঘাত ঘটেনি। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ঢাকা মেডিকেলে ব্রাদার্স-প্যাথলজিস্টদের সংঘর্ষ, আহত ২৫

এর আগে, রোববার দুপুর সাড়ে ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল হাসপাতালের নতুন ভবনে দ্বিতীয় তলায় প্যাথলজি বিভাগ থেকে রিপোর্ট নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন ব্রাদার্স ও প্যাথলজিস্টরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে হাসপাতালের চার জন ব্রাদার সিভিল পোশাকে প্যাথলজি বিভাগে যান। তারা একজন রোগীর রিপোর্ট তাড়াতাড়ি দেওয়ার জন্য সুপারিশ করেন। প্যাথলজি বিভাগ থেকে জানানো হয়, রিপোর্ট দিতে দেরি হবে। রোগীর চাপ আছে, অপেক্ষা করতে হবে।

ওই চার জন জানান, তারা হাসপাতালের ব্রাদার। সুতরাং তাড়াতাড়ি রিপোর্টটা দিলে সুবিধা হয়। এর একপর্যায়ে প্যাথলজিস্ট ও ব্রাদারদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ খবর পেয়ে সেখানে প্যাথলজি বিভাগের প্রধান ডা. আবদুল আজিজ খান এলেও তিনি ব্রাদারদের তোপের মুখে পড়েন। এরপর ব্রাদাররা সেখান থেকে চলে আসেন।

বিজ্ঞাপন

ওই সময়ে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও কিছুক্ষণ পর হাসপাতালের ব্রাদাররা মিছিল নিয়ে প্যাথলজি বিভাগে যান। প্যাথলজিস্টরা সংঘবদ্ধ হয়ে ব্রাদারদের প্রতিহত করার চেষ্টা করলে সেখানে আবার সংঘর্ষ শুরু হয়। প্রায় পৌনে একঘণ্টার সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হন।

টপ নিউজ ঢামেক ঢামেক হাসপাতাল তদন্ত কমিটি ব্রাদার্স-প্যাথলজিস্ট সংঘর্ষ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর