Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবাসহ গ্রেফতার পৌর মেয়রের ছেলে রিমান্ডে


১৮ আগস্ট ২০১৯ ১৭:৪২ | আপডেট: ১৮ আগস্ট ২০১৯ ১৮:৩১

ঢাকা: বরগুনা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেনের ছেলে মো. নাসির আল মামুনকে (৩৫) একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া শনিবার (১৭ আগস্ট) এ রিমান্ডের আদেশ মঞ্জুর করেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আ. জলিল আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামি নাছির আল মামুন একজন পেশাদার মাদক ব্যবসায়ী উল্লেখ করে রিমান্ড আবেদনে বলা হয়, সে ঢাকা থেকে ইয়াবা পাইকারী হিসেবে কিনে ঢাকাসহ নিজ জেলায় খুচরা বিক্রি করতো। এর সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতার, অজ্ঞাতনামা আসামি আছে কিনা এবং আসামিকে সঙ্গে নিয়ে মাদকদ্রব্য উদ্ধারে রিমান্ড চান তদন্ত কর্মকর্তা।

এসময় আদালতে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে, গত শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে ১০০ পিস ইয়াবাসহ নাছির আল মামুনকে আটক করে পুলিশ।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার দুপুর পৌনে একটার দিকে মহানগর নাট্যমঞ্চের সামনে নাসির আল মামুনকে তল্লাশি করা হয়। এসময় তার প্যান্টের পকেটে একশ পিস ইয়াবা পাওয়া গেলে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। মামুনের বিরুদ্ধে পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ইয়াবা বরগুনা পৌরসভার মেয়র

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর