৮ ফেব্রুয়ারি ঘিরে ব্রিটেনের সতর্ক বার্তা
৭ ফেব্রুয়ারি ২০১৮ ২১:২৭ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৩১
স্পেশাল করেসপেন্ডন্ট
ঢাকা: ৮ ফেব্রুয়ারি বাংলাদেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি বা সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। এ কারণে বাংলাদেশে বসবাসরত নিজ দেশের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার নির্দেশনা দিয়েছে ব্রিটেন।
ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার রাতে ভ্রমণ সতর্ক বার্তা হালনাগাদ করেছে। এতে বলা হয়, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার কথা রয়েছে। ওইদিন প্রয়োজন ছাড়া বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো স্থানে জটলা বা মিছিল বা এ ধরনের কিছু দেখলে সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে যেকোনো রাজনৈতিক দলের কার্যালয়, রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলার জন্য পরামর্শও দেওয়া হচ্ছে।
বার্তায় আরও বলা হয়, রায়কে কেন্দ্র করে সারাদেশে সন্ত্রাসী হামলারও শঙ্কা রয়েছে। সর্বশেষ ২০১৭ সালের মার্চে বাংলাদেশের আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। এবারো এমন ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে। আর বিদেশিদের ওপর হামলার আশঙ্কা আরও বেশি বলে মনে করা হচ্ছে।
সারাবাংলা/জেআইএল/এমএস/আইজেকে