Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষদের বিনামূল্যে সার-বীজ দেবে সরকার


১৮ আগস্ট ২০১৯ ১৫:২৩

ঢাকা: বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে সার-বীজ দিয়ে সহযোগিতা করবে সরকার। আগামী রবি মৌসুমের জন্য এই প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রোববার ( ১৮ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘এবারের বন্যায় কৃষিখাতে আর্থিক ক্ষতির পরিমাণ দুইশ কোটি টাকা। এবার বেশিরভাগ বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েচে। যে সব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণ দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’

বিজ্ঞাপন

গত মৌসুমে ধানের ফলন বেশি হওয়ায় কৃষকরা ন্যায্যমূল্য না পাওয়ায় দুঃখ প্রকাশ করেন কৃষিমন্ত্রী। বলেছেন, পরবর্তীদের চাল রফতানির সিদ্ধান্ত নিয়েছে।

এ সময় জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিল, তা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। ৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত একটানা সুপরিকল্পিতভাবে স্বাধীনতার চেতনাকে ধ্বংস করা হয়েছে।’

ব্যারিস্টার মওদুদকে দেশের শয়তান উল্লেখ করে বলেছেন, ‘আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনায় তাদের কোনো উদ্যোগ ছিল না। ব্যারিস্টার মওদুদ আইনমন্ত্রী থাকাকালেও বঙ্গবন্ধু হত্যার বিচার করেননি।’

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ১৯৭৫ এ যে লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, তা লক্ষ্য পূরণের জন্য সেই সরকার কাজ করেছে। বঙ্গবন্ধুর হত্যাকারীরা মানবতার কথা বলে তারা বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে। বলেন, বঙ্গবন্ধুকে একটি বিরাট ষড়যন্ত্র বিশাল লক্ষ্য নিয়ে পরিচালিত হয়েছিল, সেই ধারাবাহিকতায় তাকে হত্যা করা হয়। এটি ছিল একটি প্রতিহিংসার বহিঃপ্রকাশ। বঙ্গবন্ধুর স্বাধীনতার যে চেতনা, সেটি ধ্বংস করে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে সৃষ্টি করা এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল।’

বিজ্ঞাপন

আ. রাজ্জাক কৃষিমন্ত্রী বন্যা সার-বীজ