বাস মেরামতের সময় মাইক্রোবাসের ধাক্কা, বাসচালকের মৃত্যু
১৮ আগস্ট ২০১৯ ১১:০২ | আপডেট: ১৮ আগস্ট ২০১৯ ১১:১১
রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মো. আলী হোসেন গাজী (৩৫) নামে এক বাসচালকের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৫টায় ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আলী হোসেন খুলনা জেলার রূপসা উপজেলার তিলক গ্রামের আজিজ গাজীর ছেলে।
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, রাজবাড়ীর দৌলতদিয়া থেকে খুলনাগামী (ঢাকা মেট্টো-জ- ১১-১০৭১) বাসটি জমিদার ব্রিজ এলাকায় এলে এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় চালক আলী হোসেন বাসটি মেরামতের জন্য মহাসড়কের একপাশে দাঁড় করিয়ে বাসের নিচে শুয়ে মেরামতের চেষ্টা করতে থাকেন। বাস মেরামতের কিছুক্ষণ পর পেছন দিক থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্টো-চ- ১৩-৯৬৩৮) এসে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে আলী হোসেন মারা যান।
মাইক্রোবাস ও বাসটি থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে মাইক্রোবাসের চালক পলাতক রয়েছেন বলে ওসি মাসুদ পারভেজ জানান।