রাজধানীতে আলাদা ঘটনায় ৩ জনের মৃত্যু
১৮ আগস্ট ২০১৯ ১০:৪১ | আপডেট: ১৮ আগস্ট ২০১৯ ১২:৫১
ঢাকা: আলাদা ঘটনায় রাজধানীতে তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজধানীর তুরাগে বাস ধাক্কায় অজ্ঞাত (৬০) বছরের এক বৃদ্ধা ও উত্তর বাড্ডায় শহিরুল (৪৫) নামের এক কাঁচামাল ব্যাবসায়ীর মৃত্যু হয়। এছাড়া লালবাগের একটি বাসায় শিলা (২৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
তিনটি মৃতদেহই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পথচারী সোহাগ জানান, শনিবার (১৭ আগস্ট) রাতে তুরাগের কামারপাড়ায় ইস্ট ওয়েস্ট বিশ্বাবিদ্যালয়ের সামনে একতা পরিবহনের একটি বাস ধাক্কায় অজ্ঞাত (৬০) বৃদ্ধা আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান সোহাগসহ অন্য পথচারীরা। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে আরেক পথচারী শাকিল জানান, রোববার (১৮ আগস্ট) সকাল ৭টার দিকে উত্তর বাড্ডা ওভারব্রিজের নিচে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় আহত অবস্থায় পড়ে ছিলেন শহিরুল নামের ওই ব্যাক্তি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার নাম পরিচয় জানা যায়।
নিহত শহিরুলের বাড়ি নেত্রকোনার কলমাকান্দার চারি কুমারপাড়া গ্রামে। তিনি ঢাকার উত্তর বাড্ডায় থাকতেন ও ব্যবসা করতেন।
এছাড়া রাজধানীর লালবাগ তিন নম্বর কাশ্মিরি টোলার একটি টিনসেড বাসা থেকে শিলা নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তার বোন জেমসিন আক্তার জানান, শিলা কামরারঙ্গীরে থাকতেন। তিন বছর আগে তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়।
জেসমিন আরও জানান, শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় শিলা লালবাগ ভাট মসজিদ এলাকায় তার আরেক বোনের বাসায় যান। ওইদিনই রাত ৮টার দিকে সাগর নামে একজন তাকে টেলিফোন করে ডেকে নিয়ে যান। এরপর থেকেই শিলার ফোন বন্ধ পাচ্ছিলেন স্বজনরা। এক পর্যায়ে শনিবার রাত ১২টার দিকে সাগর ফোন দিয়ে শিলার পরিবারের সদস্যদেন জানান যে, শিলা অসুস্থ। ভোরে সাগরের দেওয়া ঠিকানা অনুযায়ী কাশ্মিরি টোলার ওই বাসায় গিয়ে তারা দেখতে পান পুলিশ ও অনেক লোকজন। ঘরের ভেতর একটি খাটে পড়ে আছেন অচেতন শিলা। পরে পুলিশ তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশ্রাফ ঘটনটি নিশ্চিত করে বলেন, শিলার মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে এখনই কিছু জানানো যাচ্ছে না।